আগে কি সুন্দর দিন কাটাইতাম লিরিক্স | Age ki sundor din kataitam lyrics

Khobir
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

আগে কি সুন্দর দিন কাটাইতাম - Bangla Song Lyrics | বাংলা গানের লিরিক্স

আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটি বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আবদুল করিমের একটি গান, যা ২০০১ সালে তার সত্য অ্যালবামে রিলিজ হয়েছিল।

গানটির কথা লিখেছেন শাহ আবদুল করিম নিজেই, যেখানে তিনি তার গ্রামের পুরনো দিনগুলির কথা বলেছেন। গানটি গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, বাউলা গান, মুর্শিদি গান, যাত্রা গান, জারি গান, গাজীর গান এবং পাঞ্চায়েতের বলের কথা বলেছে।

আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম গানের লিরিক্স:

আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো
নিমন্ত্রন দিতো তারা আমরা যাইতাম।
হিন্দু বাড়িতন যাত্রা গান হইতো
নিমন্ত্রন দিতো তারা আমরা যাইতাম।
জারি গান বাউল গান, আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম।
বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো
রঙ্গে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম।
কে হবে মেম্বার, কেবা গ্রাম সরকার
আমরা কি তার খবর লইতাম?
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

বিবাদ ঘটিলে, পাঞ্চায়েতের বলে
গরিব কাঙ্গালে বিচার পাইতাম।
বিবাদ ঘটিলে, পাঞ্চায়েতের বলে
গরিব কাঙ্গালে বিচার পাইতাম।
মানুষ ছিল সরল, ছিল ধর্ম বল
এখন সবাই পাগল বড়লোক হইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

করি যে ভাবনা, সেদিন আর পাবোনা
ছিলো বাসনা সুখি হইতাম।
করি যে ভাবনা, সেদিন আর পাবোনা
ছিলো বাসনা সুখি হইতাম।
দিন হতে দিন, আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম?
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম আমরা
আগে কী সুন্দর দিন কাটাইতাম।

Post a Comment